আ.লীগ বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে ইসির চিঠি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ১২:৪৪:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নিতে দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর সাধারণ সম্পাদক বা মহাসচিবকে বরাবর এসব চিঠি দেওয়া হয়।
বুধবার (১ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. শরিফুল আলম জানান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৪৪টি দলকে চিঠি দেওয়া হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে ও বিকালে দুই ভাগে ৪৪টি দলের সঙ্গে এই আলোচনা সভা হবে।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, শনিবার দিনব্যাপী বৈঠক হবে। সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি–সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।
জাতীয় নির্বাচন সামনে রেখে এর আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবারও তাদের সঙ্গে বসতে চায় সংস্থাটি। এরআগের সংলাপগুলোতে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে।
বুধবার (১ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। যেহেতু ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা, এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।