গাজায় মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজারের বেশি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ১১:০৪:২২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: তিন সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা হামাস-ইসরায়েল সংঘর্ষে গাজায় মৃতের সংখ্যা সাড়ে আট হাজারের বেশি ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ ছিটমহলে অবিরত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৮,৫২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের মতে, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে প্রতিনিয়তই শিশুমৃত্যু বাড়ছে। সংস্থাটির এক বিশ্লেষণ অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সেখানে নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৯৫ জনে; যা ২০১৯ সালের পর থেকে বিশ্বজুড়ে বার্ষিক সংঘাতে নিহত শিশুদের মোট সংখ্যার চেয়ে বেশি।
গেল সপ্তাহান্তে ইসরায়েলি আগ্রাসন বাড়তে থাকায় গাজায় মৃত্যের সংখ্যা বাড়তে থাকল। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের তীব্র হামলার পর বহির্বিশ্ব থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে গাজা। সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যোগাযোগ। পরে রোববার এলাকাটির কিছু অংশের যোগযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়।
এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অবরুদ্ধ এলাকাটিতে যুদ্ধাপরাধসহ নানান ধরনের অপরাধের প্রবণতা আরও বাড়বে এবং সেগুলোর কোনো রেকর্ড রাখাও সম্ভব হবে না।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের অতর্কিত হামলার পর থেকে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘাত। চলমান এ সংঘাতে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। নিহত হয়েছেন অন্তত ৮৫২৫ ফিলিস্তিনি; অন্যদিকে, হামাসের হামলায় অন্তত ১৫ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন।