সিলেট বিভাগে কাল যুবদলের সকাল-সন্ধ্যা হরতাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৮:৪১:১১ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটে পুলিশের ধাওয়ায় যুবদল নেতা দিলু আহমদ জিলু নিহত হওয়ার ঘটনায় সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট যুবদল।
মঙ্গলবার সন্ধ্যায় জিলু নিহত হওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ হরতালের ডাক দেওয়া হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন জানিয়েছেন- জিলু হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। হরতাল পালনে সিলেট যুবদলের নেতারা মাঠে সক্রিয় থাকবেন।
হরতালের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পুলিশ হেফাজতে যুবদল কর্মী জিলু নিহতের জেরে যুবদল বুধবার সিলেটে হরতাল ডেকেছে। আমরা এতে নৈতিক সমর্থন জানিয়েছি।
তিনি বলেন হরতালের পাশপাশি বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচীও চলমান থাকবে।