ফেঞ্চুগঞ্জ: বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শোডাউন, সভায় এমপি হাবিব— কথা দিয়েছিলাম, রেখেছি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ১২:১৭:১৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপির নেতৃত্বে ৩০ অক্টোবর বিকেলে বড় ধরনের শোডাউন হয়েছে।
প্রায় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি ফেঞ্চুগঞ্জ সারকারখানার নিকটবর্তী পুরানবাজারে এক পথসভায় বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজ এই যে আরসিসি সড়কটি উদ্বোধন করতে যাচ্ছি কিছুক্ষণ পর তজম্মুল আলী চত্বরে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কের বেহাল দশা দূর করতে আমি কথা দিয়েছিলাম অচিরেই এই সমস্যার সমাধান হবে। কথা রেখেছি। দীর্ঘদিনের জনভোগান্তির অবসান হয়েছে।”
তিনি বলেন, ‘‘সারকারখানা হতে উৎপাদিত সার তজমুল আলী চত্বর হয়েই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়।আওয়ামী লীগ সরকার একটি জনবান্ধব সরকার। সাধারণ মানুষের ছোট থেকে ছোট দাবিগুলোও এই সরকার আমলে নিয়েছে এবং সে অনুসারে কাজ করেছে। কাজের মাধ্যমে সবার মন জয় করে এই সরকার আবারো ক্ষমতায় আসবে এবং জনগণের নিরাপত্তা ও সেবায় সদা জাগ্রত ও নিয়োজিত থাকবে।”
পরে এমপি হাবিব ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানা (এসএফসিএল) রেলগেইট থেকে পালবাড়ি তজমুল আলী চত্বর পর্যন্ত প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আরসিসি সড়কের উদ্বোধন করেন।