অস্ট্রেলিয়ায় কাউন্সিলর হলেন দুই বাংলাদেশি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ৭:৫৬:৪৯ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে কাউন্সিলর নির্বাচনে বাংলাদেশিদের সরগরম পদচারণা দেখা যায় প্রতিবছ। এবার যুক্ত হলো অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বাধিক জনবহুল শহর পার্থ শহর। এবছর স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে চার জন বাংলাদেশি লড়েছেন, জয়ী হয়েছেন দুজন।
এ নিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের বন্যা। নিজ দেশের দুজনকে পাওয়া যাবে দুটি ভিন্ন এলাকার প্রতিনিধি হিসেবে। তাদের একজন আহমেদ জিলানী ও আরেকজন সাইফুল ইসলাম রাসেল।
আহমেদ জিলানী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন, অন্যদিকে প্রথমবার জয় তুলে নিলেন সাইফুল ইসলাম রাসেল। তাদের বাড়ি ফেনী জেলায়। জিলানী মেন্ডুরা সিটি থেকে আর সাইফুল ইসলাম রাসেল গজনেল থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন উপহার দিয়েছেন। তাদের জয়ে স্থানীয় বাংলাদেশি অস্ট্রেলিয়ানরা শুভেচ্ছা জানিয়েছেন।
পার্থে প্রতি দুবছর পর পর কাউন্সিলর নির্বাচন করা যায়। যদিও একজন কাউন্সিলর চার বছর নিজ পদে বহাল থাকেন। তবে টিম হিসেবে পৃথক নির্বাচনের মাধ্যমে দুই বছর অন্তর অন্তর নির্বাচিত করে করে কাউন্সিল। অর্থাৎ পরাজিত প্রার্থী চাইলে দুবছর পর আবার নির্বাচনে লড়াই করতে পারবেন। তেমনটি করেছেন সাইফুল ইসলাম রাসেল। দুবছর আগে লড়াই করে হেরেছেন, এবার আরও জোর দিয়ে কাজ করেছেন, জয় করেছেন ভোটারদের হৃদয়।