ইসরাইলের অপরাধযজ্ঞ চূড়ান্ত সীমা অতিক্রম করেছে : ইরান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ৫:৫২:২৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল চূড়ান্ত সীমা অতিক্রম করেছে এবং যা প্রত্যেককে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।
রাইসি লিখেছেন, ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধযজ্ঞ চূড়ান্ত সীমা অতিক্রম করেছে; যা সবাইকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে। ওয়াশিংটন আমাদের কোনো কিছু না করার আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরাইলে তারা ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের কাছে সতর্কবার্তা পাঠালেও যুদ্ধক্ষেত্রে তাদের কাছ থেকে পরিষ্কার জবাব পেয়েছে। সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনীর ওপর ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে এই মন্তব্য করেছেন তিনি।
মধ্যপ্রাচ্যজুড়ে ইরান-সমর্থিত সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীকে ‘প্রতিরোধ অক্ষ’ হিসেবে মনে করে ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস এবং লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও এই প্রতিরোধ অক্ষের অংশ।
গত ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় প্রত্যেক দিনই ইসরাইলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ।