মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশী মিউজিক ফেস্টিভ্যাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ৩:৩৬:৩৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশী কমিউনিটির আয়োজনে শেষ হলো বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল।
২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ওয়ারেন সিটির ওয়ারেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিলেন এসএনএস হোম লোন নাছির সবুজ। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী তাহসান, ৯০ দশকের জনপ্রিয় শিল্পী বিপ্লব ও মোজা এছাড়া গান পরিবেশন করেন তানভি, আরমান, গাগা এন্টারটেইনমেন্ট এবং স্থানীয় ব্যান্ড দল টেন এন্ড হাফ মাইল। কিছু সময়ের জন্যে হলেও আগতো প্রবাসী দর্শনার্থীদের মাতিয়ে রাখেন শিল্পীরা। এই ধরনের আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান আগতো দর্শকরা।
মিউজিক ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলাদেশ সহ নর্থ আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া এবং শারমিন তানিম। বাংলাদেশি কমিউনিটি মিশিগানের আয়োজনে মিউজিক ফ্যাস্টিভ্যালটির সহযোগিতায় ছিলেন ভিয়ের ইভেন্ট, ফায়রুজ রহমান, মোহাম্মদ মইনউদ্দিন, রশি মীর, লোবনা রহমান এবং রোম্মান স্বাগত সহ আরো অনেকে। ভিয়ের ইভেন্টের তত্বাবধানে মিউজিক্যাল ফেস্টিভ্যালের মিশিগান ষ্টেট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য ষ্টেটে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি। মিশিগানে অনুষ্ঠিত বাংলাদেশি মিউজিক ফ্যাস্টিভ্যালটি স্পন্সর করেছেন, একক টাইটেল স্পন্সর এসএনএস হোম লোন নাছির সবুজ, আর টু এম রিয়েলিটি, বেঙ্গল অটো সেলস, রিয়েলেটর রোম্মান স্বাগত, আড্ডা রেষ্টুরেন্ট, আমেরিকান রিয়েলেটরস, বেঙ্গল এন্টারপ্রাইজ, ভায়োলেটস, পেটুকস কিচেন,স্পৃহা, রভি পাওয়ার এবং শরিফুল হোসাইন রিয়েল এস্টেট এজেন্ট।