যুক্তরাজ্যে ছাত্রদের আশ্রয় চাওয়া: হোম অফিসের সতর্কতা, ‘বাংলাদেশ থেকে যে কেউ’ কোর্স স্থগিতের নির্দেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ১০:২৩:৫০ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে আসার কয়েক মাসের মধ্যে বিদেশী ছাত্ররা আশ্রয়প্রার্থী ‘চিহ্নিত’ হচ্ছে। তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। এ ব্যাপারে দেশটির হোম অফিসের প্রধানরা ইউনিভার্সিটিগুলোকে সতর্ক করেছেন।
সরকারী কাগজপত্র দেখিয়েছে ১ অক্টোবর ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২-এর মধ্যে যুক্তরাজ্যে আসা ৩০০০ শিক্ষার্থীর মধ্যে ১৬০০ জন বাংলাদেশ থেকে।
ইমিগ্রেশন প্রধানরা এ ব্যাপারে আতঙ্কিত হয়ে কিছু বিশ্ববিদ্যালয়কে ‘বাংলাদেশ থেকে যে কেউ’ কোর্স অফার স্থগিত করার নির্দেশ দেন যতক্ষণ না ব্যাকগ্রাউন্ড চেক সম্পূর্ণ হয়। তারা সতর্ক করেছেন এই বলে যে অনেকেই জাল পরিচয়পত্র ব্যবহার করছে।
কর্মকর্তারা জানিয়েছেন আফ্রিকার দেশ ঘানা থেকে বিশ্ববিদ্যালয়ের আবেদন ১০০ শতাংশ বেড়েছে। তারা সতর্ক করেছেন এ মর্মে যে তদন্তে পাওয়া গেছে ওসব আবেদনের এক চতুর্থাংশ প্রতারণামূলক কাগজপত্রের উপর নির্ভর করে।
প্রফেসর এ্যালান স্মিথার্স
বাকিংহাম ইউনিভার্সিটির সেন্টার ফর এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসার্চের অধ্যাপক অ্যালান স্মিথার্স ২৭ অক্টোবর শুক্রবার বলেছেন: ‘লোকেরা স্টুডেন্ট ভিসাকে ইউকেতে অবৈধ প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করছে… এটা ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়ার মতো ব্যাপার।’
সরকারি কাগজ আরও দেখিয়েছে বাংলাদেশিদের কাছ থেকে বেশিরভাগ আশ্রয়ের দাবি ২১ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের। প্রায় ১৪০০ জন ‘ব্যবসা’ বা ‘আন্তর্জাতিক’ শিরোনামের কোর্স অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের অফার পেয়েছেন।
হোম অফিস বলেছে, সব আশ্রয়ের দাবিগুলোতে আছে ‘প্রকাশিত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বিবেচনা করা হয়েছে’।