ইসরাইলকে সৌদি আরবের হুঁশিয়ারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৩৬:১৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল হামলা অব্যাহত রাখার বিপদ সম্পর্কে ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বিবৃতিতে গাজাবাসীদেরকে ‘আমাদের ভ্রাতৃপ্রতীম ফিলিস্তিনি’ হিসেবে অভিহিত করা হয়।
এতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি হুমকি সৃষ্টিকারী ইসরাইলের স্থল অভিযানের নিন্দাও জ্ঞাপন করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভ্রাতৃপ্রতীম ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন নির্লজ্জ ও অযৌক্তিকভাবে লঙ্ঘন অব্যাহত রাখার বিপদ সম্পর্কে সৌদি আরব হুঁশিয়ারি উচ্চারণ করছে।’
ইসরাইল গাজায় তাদের সামরিক অভিযান সম্প্রসারণ করার কথা ঘোষণা করার প্রেক্ষাপটে সৌদি আরব এই বিবৃতি প্রদান করল।