বাহরাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ৮:৪০:৪২ অপরাহ্ন
আশফাক আহমেদ,বাহরাইন: বাহরাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ অক্টোবর দেশটির আ’লী শহরে স্কুলের নিজস্ব ভূমিতে স্থানীয় সময় সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ,এমপি। এসময় মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস ও নির্মাণধীন প্রতিষ্ঠান Almoayyed & Paruco কোম্পানির প্রধান জামাল আল-মুঈদের মধ্যে চুক্তি স্বাক্ষরি হয়।অনুষ্ঠানে মন্ত্রীকে স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানান।
তিনি বলেন, বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের জন্য এ দিনটি ঐতিহাসিক ও আনন্দের কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিদেশের মাটিতে এটিই প্রথম স্কুল নির্মাণ হতে যাচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্কুল ভবন নির্মাণের জন্য আর্থিক অনুদান বরাদ্দ করেছিলেন এবং এ ভবন নির্মাণ শেষ হলে বাহরাইনস্থ সকল প্রবাসীদের সন্তানগণ এই স্কুলে পড়াশুনা করার মাধ্যমে উপকৃত হবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব তাছির উদ্দিন, নির্মাণ প্রতিষ্ঠান Almoayyed & Paruco কোম্পানি এবং কন্সাল্টিং ফার্ম Arab Archetects হতে প্রতিনিধিগণ,বাহরাইন সরকারের পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ, বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী, বোর্ড অফ ডিরেক্টরসবৃন্দ, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ অরুন জে নাইর সহ বাহরাইন অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা।