জামায়াত নেতাকর্মীরা আরামবাগে ঢুকে পড়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩, ২:১১:৩৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: নিজেদের মহাসমাবেশ সফল করতে মিছিল নিয়ে জামায়াতের প্রায় ৫০ হাজার নেতাকর্মী দুপুর ১২টা ৪১ মিনিটে আরামবাগে প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ হারালে আরামবাগে যান তারা।
আজ শনিবার সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আরামবাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে ঠিক সে সময় ফকিরাপুল দিয়ে প্রায় ৫০ হাজার নেকাকর্মী মতিঝিলে ঢুকে পড়ে। পরে তারা আরামবাগে যায়।
এর আগে সকাল থেকেই আরামবাগ এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করে দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং ব্যারিকেড সরিয়ে ঢুকে পড়েন তারা। তখন পুলিশ তাদের সরিয়ে ফের ব্যারিকেড দেয়।