নওয়াজ শরিফকে চ্যালেঞ্জ, যেকোন আসনে নির্বাচন করবেন ইমরান খান (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ৮:৪৭:৫৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক:সাবেক অলরাউন্ডার ক্রিকেটার, প্রাক্তণ প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান নওয়াজ শরিফকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আগামী নির্বাচনে তিনি নওয়াজের দল মুসলিম লীগ-নওয়াজের বিরুদ্ধে দেশটির যেকোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খবর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের।
ইমরান খানের চ্যালেঞ্জটি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে ভিডিও আকারে পোস্ট করা হয়েছে।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আগস্টের শুরু থেকে সাইফার মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন এবং তার গ্রেপ্তারের আগে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল।
ভিডিওতে ইমরান খান বলেছেন, ‘আমাকে কারাগারে পাঠানো হলে এবং পিটিআই নির্মূল হয়ে গেলে পাকিস্তানে ফিরে আসবেন নওয়াজ শরিফ। তিনি এই সুযোগের আশায় আছেন। নওয়াজ এবং কোম্পানির বিরুদ্ধে সমস্ত দুর্নীতির মামলা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।’
চার বছর লন্ডনে স্ব-আরোপিত নির্বাসন কাটিয়ে নওয়াজের দেশে ফেরার পর এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ২১ অক্টোবর পাকিস্তানে ফিরে আসেন নওয়াজ।
Chairman Imran Khan had already intimated the nation about the London Plan on numerous occasions. With absconder Nawaz Sharif’s return, the plan appears to be unfolding as anticipated.
State protocol, public resources, and use of public money to facilitate a convict can’t sway… pic.twitter.com/t83JPm1IeI
— Imran Khan (@ImranKhanPTI) October 21, 2023