শামীমার নতুন আপিল, বৃটিশ নাগরিকত্ব বাতিল ‘বেআইনি’ দাবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৩:২২:১০ অপরাহ্ন
লন্ডন অফিস: আইএস-বধু হিসাবে পরিচিত শামীমা বেগমের বৃটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আপিল করেছেন তিনি।
লন্ডনের কোর্ট অব আপিলে মঙ্গলবার তার আইনজীবী দাবি করেন যে, শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তটি ছিল বেআইনি। তখন তিনি আবারও দাবি করেন যে শামীমা বেগম মানবপাচারের শিকার হয়েছিলেন।
স্কাই নিউজ জানিয়েছে, ২০১৫ সালে জিহাদি সংগঠন ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়া পালিয়ে গিয়েছিলেন শামীমা। সেসময় তার বয়স ছিল ১৫। যদিও ইসলামিক স্টেটের পতনের পর তিনি আবার বৃটেনে ফেরার চেষ্টা করেন। কিন্তু সেসময় এতে বাঁধা দেয় বৃটিশ সরকার। ২০১৯ সালে বাতিল করে দেয়া হয় শামীমার বৃটিশ নাগরিকত্ব।
চার বছর আগে যখন শামীমা ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের চিঠিটি পড়ছিলেন
এরপর থেকেই তিনি তার বৃটিশ নাগরিকত্ব ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এ বছরের প্রথম দিকে বৃটেনের ‘স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশন’-এর এক মামলায়ও হেরে যান তিনি। তবে হাল ছাড়তে নারাজ বর্তমানে ২৪ বছরের শামীমা। এবার তিনি কোর্ট অব আপিলে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও লড়াই শুরু করেছেন।
মঙ্গলবার তার আইনজীবী সামান্থা নাইট কেসি আদালতকে বলেন, শামীমা বেগম যে মানব পাচারের শিকার হয়েছেন, তা বিবেচনায় নিতেই ব্যর্থ হয়েছে বৃটিশ সরকার।
আরো পড়ুন ➡️ লিখে রাখছে শিশুরা তাদের নাম হাতে, মরে গেলে যাতে চিনতে পারে স্বজন
গত ফেব্রুয়ারিতে যে মামলায় শামীমা হেরেছেন সেই রায়েও মেট্রোপলিটন পুলিশ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং শামীমার স্কুলের দায়িত্বে অবহেলার কথা উল্লেখ রয়েছে। নাইট কেসি বলেন, হয়ত এই ব্যর্থতার কারণেই অপহরণের শিকার হয়েছিলেন শামীমা বেগম।
তিন দিন ধরে এই শুনানি চলার কথা রয়েছে। এরপর রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করবে আদালত।