লিখে রাখছে শিশুরা তাদের নাম হাতে, মরে গেলে যাতে চিনতে পারে স্বজন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ৫:০৮:৪০ অপরাহ্ন
লন্ডন অফিস: ইসরাইলি বিমান হামলায় মারা গেলে ফিলিস্তিনি শিশুদেরকে যাতে তাদের স্বজনরা চিনতে পারেন সেজন্যে তারা তাদের হাতে নিজেদের নাম লিখে রাখছে।
গাজার যেখানেই হাত দেবেন সেখানেই লাশ। নির্মম বোমা হামলায় সেখানে নিহতের সংখ্যা প্রায় ৬০০০। কে কখন মারা যাবেন, কেউ জানেন না। এত লাশ যে, কেউ মারা গেলে তাকে চেনার উপায় পর্যন্ত থাকে না। ক্ষতবিক্ষত সেই লাশ কার, তা শনাক্ত করা যায় না। তাই ফিলিস্তিনি শিশুরা নিজেদের হাতে নাম লিখে রাখছে, যাতে মরে গেলে প্রিয়জনরা অন্তত লাশটি চিনতে পারেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায়, শিশু বা টিনেজাররা তাদের বন্ধুদের হাতে আরবিতে লিখে দিচ্ছে নাম। এমন ভিডিও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে টিআরটি ওয়ার্ল্ড।
তাতে শোনা যায় একজন টিনেজার বলছে, আমি মরতে চাই না। আল আকসা মার্টিরস হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. আবদুল রহমান আল মাসরি সিএনএনকে বলেছেন, মা-বাবারা উদ্বিগ্ন। কি ঘটতে যাচ্ছে কেউ জানেন না। মারা যাওয়া সন্তানদের শনাক্ত করা যাচ্ছে না। ওই হাসপাতালে তার এক সহকর্মী বলেন, আমরা দেখতে পাচ্ছি বহু অভিভাবক তাদের সন্তানের হাতে বা পায়ে নাম লিখে রাখছেন। যদি তারা বিমান হামলায় মারা যায় অথবা হারিয়ে যায়, তাহলে শনাক্ত করা যাবে। গাজায় এই ধারা নতুন শুরু হয়েছে। ডা. মাসরি বলেন, হাসপাতালে বহু শিশুকে আনা হচ্ছে। তাদের ক্ষত এমন যে, চেনা যায় না। তাদেরকে চিনতে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।