প্রবাসী বিএনপি নেতাদের সাথে বিশ্বনাথে উপজেলা বিএনপির মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১:১৯:১৫ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে রোববার (২২ অক্টোবর) রাতে দুই প্রবাসী বিএনপি নেতার সাথে স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা এবং ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুরমান খানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম হিরা, ওল্ডহাম বিএনপি নেতা খলিল মিয়া।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, জসিম উদ্দিন জুনেদ, যুগ্ম সম্পাদক কদর আলী, যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপি নেতা লেখন্দর আলী, জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, তানভীর হোসেন মেম্বার, আব্দুল হান্নান বাবুল, আফিজ আলী মেম্বার, আক্তার হোসেন রিপন, হেলাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, শাহ লিলু মিয়া, নাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ, মিনহাজ আবেদীন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ, শাহ রুপন, মোজেফর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য শাহ টিপু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলী, ছাত্রদল নেতা সুহেল আহমদ ডেনি, সনি আহমদ, জয়নাল আহমদ, শাফিন আহমদ, আশিক মিয়া, আব্দুল খালিক, আব্দুল কালাম, ফেরদৌস, শাহিন মিয়া, আব্দুল কাদির, ফিরোজ আলী, রুমেল আহমদ, তানবীর ইসলাম ফাহিম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াস হোসেন। মতবিনিময় সভার শুরুর পূর্বে যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম হিরা, ওল্ডহাম বিএনপি নেতা খলিল মিয়াকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।