১ নভেম্বর থেকে নির্বাচনকালীন ৯০ দিন গণনা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ১০:৫০:৪৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘মেয়াদ অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইবে।’
চলতি একাদশ সংসদের প্রথম বৈঠক বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সেই হিসাব অনুযায়ী, বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। বিদ্যমান সংবিধান অনুযায়ী, সংসদ বহাল রেখে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে এর পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। যে কারণে, আগামী ১ নভেম্বর থেকে সেই ৯০ দিন গণনা শুরু হবে।
৫ নভেম্বর উপনির্বাচনে জয়ী দুই এমপি অধিবেশন পাবেন না
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় লক্ষ্মীপুর-৩ (সদর) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে যারা জয়ী হবেন তারা মাত্র দুই মাসের জন্য চলতি একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিতে পারলেও কোনো অধিবেশনে যোগদানের সুযোগ পাচ্ছেন না। কারণ, এর আগেই চলতি সংসদের অধিবেশন শেষ হয়ে যাবে। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগ দলীয় এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এবং স্বতন্ত্র এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে যথাক্রমে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন দুটি শূন্য হয়। চলতি সংসদের মেয়াদ (২৯ জানুয়ারি) শেষ হওয়ার আগে ৯০ দিনের বেশি সময় থাকায় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশনকে এই দুটি উপনির্বাচন করতে হচ্ছে।