সিরাজগঞ্জ বেলকুচিতে নৌকা বাইচে লাখো জনতার ঢল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৩:১০:০৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার লক্ষ্মীপুর হুড়া সাগরে নৌকাবাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হুড়া সাগর নদী পাড়ে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী নৌকাবাইচ দেখতে লাখো মানুষর ভিড় জমায়। লক্ষ্মীপুর, চর লক্ষ্মীপুর, পিরার চরের গ্রামবাসির আয়োজনে এবং বেলকুচি উপজেলা চেয়ারম্যান ও মেয়রের সার্বিক সহযোগিতায় বর্ণিল এ নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশতাধিক নৌকা অংশ্র গ্রহন করেন।
এ প্রতিযোগিতায় অংশ নেয়া মাঝি মাল্লাদের বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠে পুরো পুরো হুড়া সাগর তীর। নৌকাবাইচ দেখতে শুক্রবার দুপুর থেকে নদী তীরে ভিড় জমায় নারী-পুরুষ। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেছেন দুর-দুরান্ত থেকে আগত নানা শ্রেনী পেশার মানুষ। ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান ও বৈঠার ছন্দ মাতিয়ে তোলে নৌকা বাইচের চুড়ান্ত পর্বে’।
আরো পড়ুন ➡️ লন্ডন : চার তারকা হোটেলে অভিযান, গ্রেফতার ১১, বাংলাদেশী স্বজনদের মাঝে উদ্বেগ
চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ফীজ, টিভিসহ নানা পুরষ্কার তুলে দেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে নৌকা প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি নুরুল ইসলাম সাজেদুল ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র জানান, বেলকুচি উপজেলার লক্ষ্মীপুর হুড়া সাগর নদীর তীরে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং আমাদের বেলকুচি যেমন তাঁত শিল্পের জন্য বিখ্যাত ঠিক নৌকা বাইচের জন্য যেন বেলকুচি উপজেলা আর একটি পরিচিতি পায়। এ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর নৌকা প্রতিযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচির বড়ধূল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, আ.লীগ নেতা শাহজাহান আলী প্রামাণিক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, যুবলীগ নেতা আব্দুল বারী, ইউপি যুগ্ম সম্পাদক সাকাওয়াত হোসেন মিঠু, তথ্য গবেষণা সম্পাদক আব্দুল হালীম সরকার, পৌর কাউন্সিলর, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন’।