লন্ডন : চার তারকা হোটেলে অভিযান, গ্রেফতার ১১, বাংলাদেশী স্বজনদের মাঝে উদ্বেগ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৯:৩৩:১৩ অপরাহ্ন
চার তারকা রিজেন্টস পার্ক ম্যারিয়ট হোটেল
লন্ডন অফিস: যুক্তরাজ্যের প্রায় সবখানে চলছে ইমিগ্রেশনের অবৈধ অভিবাসী ধরার অভিযান। এ অভিযানের কারণে দেশটিতে বসবাসরত বৈধ কাগজপত্রবিহীন বা কাজের অনুমতিবিহীন বাংলাদেশী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
লন্ডনের একটি শীর্ষস্থানীয় হোটেলে অভিবাসন অভিযানে (ইমিগ্রেশন রেইড) ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
একটি তদন্তে পাওয়া গেছে, বুধবার সংস্থার কর্মীরা চার তারকা রিজেন্টস পার্ক ম্যারিয়ট হোটেলে ক্লিনার, পোর্টার এবং গৃহকর্মী হিসাবে অবৈধভাবে কাজ করছিলেন।
কর্মীরা উল্লেখযোগ্যভাবে কম বেতন পাচ্ছেন, তারা দুটি পৃথক সাব-কন্ট্রাক্টরের অধীনে সপ্তাহে তাদের ১৫ ঘন্টা কাজের জন্য মাত্র অর্ধেক সাধারণ বেতন পাচ্ছিলেন।
এই এগার জনের মধ্যে আছেন যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার অপেক্ষায় থাকা পাঁচ কর্মী। ছয়জনকে জামিন দেওয়া হয়েছে এবং তাদের হোম অফিসে নিয়মিত রিপোর্ট করতে হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এসব স্টাফদের মধ্যে ছয় জন ভিন্ন ভিন্ন দেশের। তাদের যুক্তরাজ্যে কাজ করার বৈধতা নেই। আর গ্রেফতারকৃতদের মধ্যে একজন এমন, যাকে অবৈধভাবে যুক্তরাজ্যে পাচার করা হয়েছে বলে জানিয়েছে হোম অফিস।
হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্সের ডেপুটি ডিরেক্টর সুরান পাদিয়াচি বলেছেন: “এই মামলায় তাদের সহযোগিতার জন্য আমি ম্যারিয়টের কাছে কৃতজ্ঞ। তাদের সমর্থন আমার অফিসারদের দ্রুত অবৈধ কর্মীদের শনাক্ত করতে এবং তাদের তৃতীয় পক্ষের নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুযোগ করে দিয়েছে।