এডিসি হারুনকাণ্ডে অভিযুক্ত ৪, শিগগিরই প্রতিবেদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ৫:৪৭:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় চার-পাঁচজনের জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক, এডিসি হারুন অর রশিদ, শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন্স) গোলাম মোস্তফা ও হারুনের দেহরক্ষী আলী হোসেনের নাম উঠে এসেছে ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদনে।
শুক্রবার (২০ অক্টোবর) তদন্ত-সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানা গেছে। তারা জানান, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।
তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ্ জানান, এ ঘটনায় পৃথকভাবে প্রত্যেকের দায় নিরূপণ করেছে তদন্ত কমিটি। প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি। কাজ শেষ পর্যায়ে আছে, শিগগির জমা দেওয়া হবে।
সূত্র জানায়, এডিসি হারুন ছাত্রলীগ নেতাদের থানায় এনে বিষয়টি জটিল করে ফেলেছেন। পুরো ঘটনায় পুলিশ বিব্রত। তারা মনে করেন, এ ঘটনা ছাত্রলীগ ও পুলিশের মধ্যে অস্বস্তিকর ও আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে। সন্দেহের বশবর্তী হয়ে এপিএস আজিজুল হক তার স্ত্রী এডিসি সানজিদা আফরিনের সঙ্গে এডিসি হারুনকে দেখে শারীরিকভাবে আঘাত না করে তাৎক্ষণিকভাবে ওপরে কাউকে জানিয়ে ঘটনা এড়াতে পারতেন।
৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ তোলা হয় পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।
এ ঘটনার জেরে এদিন রাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতেই ঘটনা মীমাংসা করে দেন।