ফিলিস্তিনের সমর্থনে বাহরাইনে সংহতি সমাবেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ৫:৫০:৫৯ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন থেকে : ফিলিস্তিন-ইসরাইল চলমান সংঘাত ও দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরিত হামলার প্রতিবাদে উপসাগরীয় দ্বীপ দেশ বাহরাইনের জনগণ ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান জানিয়ে সমাবেশের ডাক দেন দ্যা ফিলিস্তিন সাপোর্ট সোসাইটি বাহরাইন।
তাদের ডাকে সাড়া দিয়ে দেশটিতে অবস্থানরত হাজার হাজার মানুষ সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে।
রোববার দেশটির বুসাইটিন এলাকায় স্থানীয় সময় বিকেল ৪ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে খোলা মাঠে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বাহরাইনের নারী,পুরুষ,শিশু ও বিভিন্ন দেশের নাগরিক সহ প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহন করেন।এসময় সমাবেশে আসা উপস্থিতিদের হাতে ফিলিস্তিনের পতাকা,ব্যানার,ফেস্টুনে পুরো এলাকা শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল সমাবেশস্থল।
সমাবেশে বক্তাদের সবার একটাই দাবি করেন স্বাধীনতাকামী ফিলিস্তিনের প্রতি তাদের পূর্ন সমর্থন রয়েছে, তারা আরো দাবি করেন আরব বিশ্ব সহ বিশ্বের মুসলিম দেশ গুলো যদি প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করে তাহলে ফিলিস্তিন থেকে ইহুদিবাদী ইসরাইল গুষ্ঠীকে বিতায়িত করা সম্ভব। জাতিসংঘ সহ বিশ্ব পরাশক্তিদর দেশ গুলোর প্রতি ক্ষোভ প্রকাশ আহ্বান করেন আমরা যুদ্ধ নয় – শান্তি চাই।
পরিশেষে ফিলিস্তিনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।