জাতীয় প্রাথমিক শিক্ষা পদক: সিলেট বিভাগ সেরা, সুনামগঞ্জের ৩জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ১:২৩:১৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মনোনিত হয়েছেন সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিন্টেন্ডেন্ট ‘অনিতা রায়’, সিলেট বিভাগের শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর মনোনিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট সুনামগঞ্জের ইন্সট্রাক্টর সাধারণ ‘হাসান মামুন’ এবং সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন দিরাইয়ের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘টিপু হালদার’।
সর্বমোট ১৮ ক্যাটাগরি থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন সুনামগঞ্জের এই তিন কৃতি সন্তান।
অন্যান্য ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন তাঁরা হলেন- শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দক্ষিন সুরমার চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী দাস, সিলেট; শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, সহকারি শিক্ষক, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার; শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা, সঞ্চিতা দত্ত চৌধুরী, সহকারি শিক্ষক, বদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন সুরমা, সিলেট।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় : ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপাশা সুনামগঞ্জ; শ্রেষ্ঠ এস.এম.সি, অধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ, মৌলভীবাজার; শ্রেষ্ঠ কাব শিক্ষক আদরী রানী দাস, সহকারি শিক্ষক, চৌধুরী বাজার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট; শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার, আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, নবীগঞ্জ, হবিগঞ্জ; শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, হাসান মোহাম্মদ জোনায়েদ, উপজেলা শিক্ষা অফিসার, বাহুবল, হবিগঞ্জ; শ্রেষ্ঠ পিটিআই, পিটিআই, সিলেট; শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সাখাওয়াত এরশেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ.দা), সিলেট জেলা।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার, আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নির্বাহি অফিসার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার; শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান- মঞ্জুর কাদির শাফি- চেয়ারম্যান গোলাপগন্জ উপজেলা, সিলেট জেলা; শ্রেষ্ঠ জেলা প্রশাসক- ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ জেলা।
সিলেট জেলার চারটি জেলার মোট ৩৮ টি উপজেলা/থানার সংশ্লিষ্ট উপজেলা ও জেলার শ্রেষ্ঠ মনোনিত প্রার্থীরা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা শেষে এখন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পেলেন তাঁরা। বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার সিলেট আবু আহমদ ছিদ্দীকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।