মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আদিলুরের বৈঠক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ৯:৫৬:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (সহকারী পররাষ্ট্রমন্ত্রী) আফরিন আখতার বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যখন একটি প্রাণবন্ত নাগরিক সমাজ সমৃদ্ধ এবং সুরক্ষিত হয় তখন সরকার আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে কাজ করে। নাগরিক সমাজ চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা আপনাদের প্রচেষ্টাকে স্বাগত জানাই।
বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিদলে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আফরিন আখতার নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) পাশাপাশি নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন।
এর আগে গত বছরের মে মাসে ঢাকায় এসেছিলেন এ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওই সময়ে তিনি ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেন। তার আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন।