ইসরাইলি পতাকাবাহী ব্যক্তিকে লন্ডনের রাস্তায় ধাওয়া, তারপর যা হল(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৯:১১:১০ অপরাহ্ন
লন্ডন অফিস: ইসরায়েলি পতাকাবাহী এক একা ব্যক্তিকে লন্ডনের একটি রাস্তায় ধাওয়া করেছে শনিবার প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা। পুলিশ অফিসাররা দৌড়ে গিয়ে ঐ ব্যক্তিকে ঘিরে রাখেন।
অনলাইনে শেয়ার করা ভিডিও ফুটেজে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদেরকে ক্ষুব্ধ দেখা গেছে। তারা ইসরায়েলি পতাকা পদদলিত করছিলেন তখন।
এ ঘটনা শনিবার দেশব্যাপী প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভ সমাবেশের সময় লন্ডনে ঘটেছিল। এদিন হাজার হাজার ফিলিস্তিন সমর্থক লন্ডন, গ্লাসগো, ম্যানচেস্টার, লিভারপুল এবং ব্রিস্টল সহ রাজধানী লন্ডনের রাস্তায় নেমেছিল।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের বাইরে রেকর্ড করা ফুটেজে দেখা গেছে ইসরাইলি পতাকাসহ এক একা ব্যক্তিকে কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী মাটিতে ধাক্কা দেয়। তখন এক ব্যক্তিকে ‘পুলিশে দিন’ বলে চিৎকার করতে দেখা গেছে।
পুলিশ অফিসাররা ধরার চেষ্টা করার সাথে সাথে প্রতিবাদকারীরা তাকে তাড়া করতে থাকে। তখন একজন সবাইকে ‘শান্ত হতে’ বলে। সেসময় একজন অফিসার ইসরাইলি পতাকাবাহী লোকটিকে ধরতে সক্ষম হন। তিনি তাকে ধরে নিজের কাছে আড়ালে রাখেন। তখন অন্য দুই পুলিশ অফিসার প্রতিবাদকারীদের সাথে ধস্তাধস্তি করেন। লোকটি সৌভাগ্য যে কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে এক ডজন পুলিশ অফিসার হাজির হন।
স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান আজ বিক্ষোভকারীদের উদ্দেশে একটি কঠোর সতর্কতা জারি করেছেন। তিনি সন্ত্রাসবাদকে মহিমান্বিত করছেন এমন লোকদের উদ্দেশে বলেন ‘পুলিশ আপনার জন্য আসছে।’
The main video of the moment we took back the Israeli flag from Khamenei's Basijis in front of the UK's Foreign Office.
فیلم اصلی لحظه پس گرفتن پرچم اسرائیل از بسیجیان خامنه ای
تنها راه باقی مانده برای ما #خیابان است.
قسم به خون یاران ایستاده ایم تا پایان
#مهسا_امینی… pic.twitter.com/rx0apM5RzI
— Vahid Beheshti (@Vahid_Beheshti) October 14, 2023