২০২৩ সাল তাপমাত্রার সব রেকর্ড ভেঙেছে : জাতিসংঘ মহাসচিব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ১০:২৯:৪৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে ২০২৩ সাল। এমনটাই বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই বছর খরা, দাবানল ও বন্যাও দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত। এসব পরিস্থিতির কারণে সৃষ্ট পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের এক বার্তায় এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়। খবর অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তানের (এপিপি)।
গুতেরেস বলেন, ‘চরমভাবাপন্ন ও মন্দতর আবহাওয়ার কারণে ভয়াবহ প্রাণশঙ্কায় রয়েছে মানুষ। বিশেষ করে বন্যা ও খরায় নির্বিচারে আক্রান্ত হওয়ার কারণে অনেকেই আজ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন।’
প্রসঙ্গত, এবারের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের প্রতিপাদ্য হলো- স্থিতিশীল ভবিষ্যতের জন্য অসাম্যের বিরুদ্ধে লড়াই।
চলতি বছরের এপ্রিল ও মে মাস সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার উষ্ণতম মাস। মৌসুমি বৃষ্টিপাতের আগে এই দু’মাসের তাপমাত্রা কিছুটা স্বস্তি নিয়ে আসে। কিন্তু এবারের তাপমাত্রা বৃদ্ধি যেন স্বস্তি নয়, নিয়ে এসেছে ভয়াবহ বিপর্যয়।
রেকর্ড তাপে পুড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটনের হটস্পট থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই কাতারে মালয়েশিয়া, কম্বোডিয়া ও লাওসও। উচ্চ তাপমাত্রা বৃদ্ধি দিন দিন অসহনীয় পর্যায়ে ছিল গত দুই মাস।
থাইল্যান্ডের ইতিহাসে ১৫ এপ্রিল ছিল সবচেয়ে উষ্ণতম দিন। তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেশী দেশ লাওস মে মাসে টানা দুদিন ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াসে শীর্ষে ছিল। অপরদিকে, ১ জুন ভিয়েতনামের ইতিহাসেও রেকর্ড ভেঙে তাপমাত্রা দাঁড়িয়েছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা ভিয়েতনামের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম জুন দিনের রেকর্ড ভেঙেছে।
বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক জোট বলেছে, এটি দুইশ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডব্লিউডব্লিউএ) সাম্প্রতিক প্রতিবেদনের মাধ্যমে এমনটি জানিয়েছেন তারা। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলেই এমনটি ঘটছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।