আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর প্রথম বিদেশ সফরে পুতিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ১০:০৬:১০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে চলতি বছর প্রথমবারের মতো দেশের বাইরে পা রাখলেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এটিই পুতিনের প্রথম বিদেশ সফর। খবর তাস ও এপির।
এবারের কিরগিজস্তান সফরে বেশ ব্যস্ত সময় পার করবেন পুতিন। বৃহস্পতিবার কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গে বৈঠকের মাধ্যমে পুতিনের কর্মদিবস শুরু হবে। বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আলোচনার পর বেশকিছু বিষয়ে দ্বিপক্ষীয় নথি সই করবেন দুই নেতা। এ ছাড়া সাংবাদিকদের উদ্দেশে তাদের একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
আজ শুক্রবার কিরগিজস্তানের আয়োজনে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস সম্মেলনে অংশ নেবেন পুতিন। এবারের এই সম্মেলনে আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারাও যোগ দেবেন। তবে মস্কোর সঙ্গে সম্পর্কে ছিড় ধরায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এতে অংশ নিচ্ছেন না।
চলতি বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর ফলে আইসিসির সদস্য দেশে গেলে পুতিন গ্রেপ্তার হতে পারেন। আইসিসির এমন পদক্ষেপের পর দেশের বাইরে পা রাখেননি তিনি। তবে চলতি বছর রাশিয়ার অধিকৃত ইউক্রেনের কয়েকটি অঞ্চল সফর করেছেন পুতিন।
কিরগিজস্তান আইসিসির সদস্য দেশ নয়। ফলে সেখানে পুতিনের গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই। মধ্য এশিয়ায় তাজিকিস্তানই শুধু আইসিসির সদস্য। গত বছর পুতিন এই দুই দেশই সফর করেছেন। ২০২২ সালে মধ্য এশিয়ার অন্যান্য দেশ ছাড়াও আর্মেনিয়া, বেলারুশ, চীন, ভারত ও ইরান সফর করেছেন পুতিন।
চলতি মাসের শেষের দিকে পুতিনের চীন সফরের কথা রয়েছে। এ ছাড়া গত মাসে তিনি উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। যদিও ঠিক কখন এই সফরে যাবেন তা নিশ্চিত না।