স্কটিশ সরকারপ্রধানের শশুর শাশুড়ি গাজায় আটকা, নিরাপদ উদ্ধারের নিশ্চয়তা নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৭:৩৩:০৮ অপরাহ্ন
লন্ডন অফিস: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আটকা পড়েছেন স্কটল্যান্ডের সরকারপ্রধান হামজা ইউসুফের শ্বশুর-শাশুড়ি।
তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। যদিও তিনি ইসরাইলে হামাসের নিন্দা জানালেও গাজায় ইসরাইলি হামলা নিয়ে কোনো উদ্বেগ জানাননি।
ডেইলি মেইল ও দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, হামজার শ্বশুর-শাশুড়ি স্কটল্যান্ডের ডান্ডিতে বসবাস করেন। তার শ্বশুরের মা অসুস্থ হওয়ায় অর্থাৎ তার স্ত্রীর অসুস্থ দাদিকে দেখতেই গাজায় গিয়েছিলেন তারা। ইসরাইল হামজার শ্বশুর-শাশুড়িকে গাজা থেকে চলে যেতে বলেছে। কিন্তু হামজা ইউসুফ জানান, তাদের বেরোনোর কোনো উপায় নেই। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও নিরাপদ উদ্ধারের নিশ্চয়তা দিতে পারেনি।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুমের শশুর ও শাশুড়ি
হামজার স্ত্রী নাদিয়া জানান, তার মা ভিডিও কলে বলেছেন, পানি খাবার বিদ্যুৎ নেই সেখানে। হামজা জানান, তিনি ও তার স্ত্রী দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। তারা সেখানে বাঁচবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। হামাসের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক নেই বলেও জানান হামজা ইউসুফ। হামজার স্ত্রী নাদিয়া এল-নাকলার মা-বাবা প্রায় এক সপ্তাহ আগে গাজায় যান। এই সপ্তাহান্তে হামাস যখন ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়, তখন তারা সেখানেই ছিলেন। হামলায় ইতিমধ্যে শত শত লোক নিহত হয়েছে।
স্কটল্যান্ডের সরকারপ্রধান হামজা ইউসুফ
এদিকে হামাসের সমালোচনা করে হামজা ইউসুফ বলেন, তাদের ‘অযৌক্তিক’ কর্মকাণ্ডের কারণে অনেক নিরপরাধ মানুষ জীবন হারাচ্ছে। একজন নিরীহ ইসরায়েলির জীবন আমার কাছে একজন নিরপরাধ ফিলিস্তিনির জীবনের সমান। হামজা ইউসুফের শ্যালকও তার দুই মাস বয়সী একটি শিশুসহ তার চার সন্তানের সঙ্গে গাজায় থাকেন। বাচ্চার দুধ ফুরিয়ে যাচ্ছে এবং বাকিদের জন্য মাত্র দুই দিনের সরবরাহ আছে বলে হামজা উল্লেখ করেন।