ইরানের উদ্দেশে হুঁশিয়ারি বাইডেনের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১২:৪৩:৫৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের হামাসকে সহায়তার অভিযোগে ইরানকে হুঁশিয়ার থাকতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক প্রাণহানি এবং ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ায় ব্যাপক আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তিনি দেশটিকে সতর্ক করেন।
ওয়াশিংটনে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, আমরা ইরানিদের পরিষ্কার জানিয়েছি, সতর্ক থাকুন। বাইডেন বলেন, হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দেওয়া ইরানের উচিত ইসরায়েলের কাছাকাছি অবস্থান করা যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমান মোতায়েনকে একটি বার্তা হিসেবে দেখা। তবে ইরান বলছে, তারা হামাসের এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।
ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলার চালাচ্ছে।
এর আগে মঙ্গলবার বাইডেন ইসরাইলের ভেতরে হামাস এবং অন্যান্য প্রতিরোধকামী সংগঠনের সদস্যদের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে দাঁড়ায়নি। তাদের উদ্দেশ্য হলো ইসরায়েলকে ধ্বংস এবং ইহুদিদের হত্যা করা।
তবে বাইডেনের মন্তব্যের নিন্দা জানিয়েছে হামাস। তারা বলেছে, বাইডেনের এ বক্তব্যে সংঘাত আরও বাড়বে।
এক বিবৃতিতে হামাস বলেছে, যে সময় ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গাজা ও পশ্চিম তীরের নিরীহ জনগণের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এমন তীর্যক মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এর নিন্দা জানাই।
হামাস আরও বলেছে, বাইডেনের মন্তব্য ইসরাইলের অপরাধ ও সন্ত্রাসবাদকে আড়াল করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর গণহত্যা এবং ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড সম্পর্কে কোনো কথা না বলায় হামাস মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে।
ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পঞ্চম দিনে এখন পর্যন্ত নিহত হয়েছে ২৩০০ মানুষ। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি।
প্রসঙ্গত, শনিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা করে সংগঠনটি। এ রকেট হামলার ৫ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ঘোষণা দেন।