দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে-র সম্মেলনের তারিখ ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১২:০৫:৪০ অপরাহ্ন
লন্ডন অফিস: দক্ষিণ সুরমার সর্ববৃহৎ সংগঠন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সাধারণ সভা ১০ অক্টোবর রোজ মঙ্গলবার লুটনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুফতি সাইদুর রহমান মাহমুদাবাদী।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়ে সাংবিধানিক কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় বিজ্ঞ নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদের সমন্বয়ে বিগত ১.১১.২০২২ তারিখের সভায় এই জটিলতা নিরসনকল্পে তারা নির্বাহী পরিষদকে নির্দেশ প্রদান করেন যে আগামী এক বৎসরের মধ্যে সংবিধান সংশোধন করে নির্বাচন করার। তারই লক্ষ্যে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হয়। আর সম্মেলনের তারিখ চলতি বছরের আগামী ৫ নভেম্বর নির্ধারণ করা হয়। ঘোষণা মোতাবেক সম্মেলন হবে লন্ডনে।
সভার সিদ্ধান্ত মোতাবেক নমিনেশনের তারিখ ২২. ১০.২০২৩, নমিনেশন বাছাই ২৩.১০.২৩, নমিনেশন প্রত্যাহার ২৪.১০.২০২৩ লুটনে অনুষ্ঠিত হবে। স্থান পরে জানানো হবে।
সভায় টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর খালিস উদ্দিন প্রস্তাব করেন নমিনেশন দেওয়ার পরে উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন মিলে আমাদেরকে একটা কমিটি উপহার দিবেন। এতে উপস্থিত সবাই একমত পোষণ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে টাওয়ার হেমলেটের সাবেক স্পিকার ও কাউন্সিলর খালিস উদ্দিন, সাবেক সভাপতি হোসেন আহমদ, সাবেক সভাপতি কামাল আহমেদ, উপদেষ্টা আব্দুল আহাদ, আব্দুল কাইয়ুম পংকি, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিনিয়র সভাপতি সৈয়দ মাহবুব আলম. সহ- সভাপতি যথাক্রমে দিলওয়ার হোসেন মোস্তফা, আব্দুর রশিদ বাবুল, আব্দুল মতিন।
আরও উপস্থিত ছিলেন এম. এ. আলী, হোসাইন আহমদ, ফখরুল ইসলাম, ইলিয়াস আলী, ডালিম আহমদ, খলিল খান, নজরুল ইসলাম বাবুল, ইমরান আজাদ, শেবুল ইসলাম, শাহ ইমরান, শাহ সাদিক মিয়া, শেবুল মিয়া, নিজাম উদ্দিন, আলিম উদ্দিন, আবুল কাশেম, আব্দুল মতিন, মুফতি শাইদুর রহমান প্রমুখ পরে মৌলানা মুফতি মাহমুদাবাদীর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি