দেশে সোনার দাম বেড়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১১:১৩:০০ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ৯৯ হাজার ৩৭৭ টাকা।
বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৯ হাজার ৩৭৭ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ,২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৮২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মানের সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।