আসাল মিশিগান চ্যাপ্টারের ২০২৩-২৪ নতুন কার্যকরী কমিটি গঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৩:০১:০৫ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: দ্য অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) মিশিগান চ্যাপ্টারের ২০২৩-২০২৪ নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
আসাল কেন্দ্রীয় সভাপতি মাফ মিসবাহ উদ্দিন এবং সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিশিগান চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে যারা স্থান পেয়েছে সভাপতি সৈয়দ মোঃ আলী রেজা, নির্বাহী সহ সভাপতি মাহাবুব রাব্বি খান, সেক্রেটারি মিনহাজ রাসেল চৌধুরী। এছাড়া নির্বাহী পরিচালক হিসেবে কাউন্সিলর নাইম লিওন চৌধুরী কোষাধ্যক্ষ অপরেস বড়ুয়া, করেসপন্ডেন্ট সেক্রেটারি রফিকুল হাসান চৌধুরী, অর্গানাইজিং ডাইরেক্টর তৌহিদ নেওয়াজ, পলিটিক্যাল ডাইরেক্টর ইব্রাহিম আল-জাহিম, ইমিগ্রেশন ডাইরেক্টর মুহিব উদ্দিন জেমেস, ওমেন্স কমিটি চেয়ার ডাঃ তাগরিদ আলী, ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহাব উদ্দিন, মোহাম্মদ পারভেজ, ইমাম আরিফ হাসকি, কাজী নিজামুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান আগা মিয়া, মোঃ ফয়সাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ মোসারফ হোসেন, মিনহাজ উদ্দিন আহমেদ, এস এম হাসান ইকবাল, প্রেসিডেন্ট ইমেরিটাস ড. রাব্বি আলম, ট্রাস্টি অ্যাটর্নি মৌসুমী খান।
আরো দেখুন ➡️ মিশিগানে হ্যামট্রামিক সিটিতে অনুষ্ঠিত হলো ক্যান্ডিডেট ফোরাম ২০২৩
আসাল মুলতো শ্রম-ভিত্তিক সম্প্রদায় সংগঠন যা আমেরিকাতে দক্ষিণ এশীয়দের জন্য তাদের বাণিজ্য, পেশা এবং কাজের স্থান নির্বিশেষে একটি স্বাধীন কণ্ঠস্বর প্রদান করে সংগঠিত বা অসংগঠিত, স্ব- কর্মরত বা ছোট ব্যবসার মালিক।
আসাল প্রতিটি ধর্মীয় গোষ্ঠী, বিশ্বাস ভিত্তিক এবং সম্প্রদায়ের সংগঠনকে সম্মান করে এবং সর্বদা আসালের মূল লক্ষ্যকে সমর্থন করে এমন সকলের সাথে জোট গঠনের চেষ্টা করে। বর্তমানে আসালের এর যুক্তরাষ্ট্রের ১০ টি ষ্টেটে ২০ অধ্যায় রয়েছে।