বি. চৌধুরীর ৯৩তম জন্মদিনে বিকল্পধারা যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ১২:৪৭:৪৫ অপরাহ্ন
মোহম্মদ অহিদ উদ্দিন: বিকল্পধারা যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর ৯৩তম জন্ম দিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য যে, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে (প্রখ্যাত ‘মুন্সেফ বাড়ি) মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
বিকল্পধারা বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিকল্পধারা যুক্তরাজ্য শাখার সভাপতি মোহম্মদ অহিদ উদ্দিন, সহ-সভাপতি মিছবাহ জামাল, সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ-সভাপতি ফয়জুল হক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন এক বার্তায় সাবেক রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বি. চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।