হামাসের হাজার হাজার রকেট আক্রমণ(ভিডিও), ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৩, ২:০৯:২২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে কয়েক ডজন রকেট হামলা হয়েছে। হামলার খবর নিশ্চিত করেছে আন্তজার্তিক কয়েকটি সংবাদমাধ্যম। প্রতিবেদনে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ৬টা নাগাদ গাজার একাধিক স্থান থেকে দক্ষিণ ইসরাইলের উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করা হয়। প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে এই রকেট বর্ষণ অব্যাহত ছিল বলে জানানো হয়েছে।
রকেট হামলার সময় বৃহত্তম তেল আবিব শহরে সতর্কতা হিসেবে সাইরেনের শব্দও শোনা গেছে বলে সংবাদমাধ্যমটি প্রতিবেদনে উল্লেখ করেছে। ইসরাইলের সামরিকবাহিনী জানিয়েছে, রকেট হামলার পাশাপাশি বহু সংখ্যক সন্ত্রাসী গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করেছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলেও সামরিকবাহিনীর তরফে জানানো হয়েছে।
ইসরাইলের জরুরি পরিষেবার প্রধান মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছন, রেকট হামলায় ইসরাইলের একটি বহুতলের ব্যাপক ক্ষতি হয়। রকেট আঘাতে একজন ৭০ বছর বসয়ী মহিলা গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন তিনি। অ্যাডাম আরও জানিয়েছেন যে গাজার কাছে দক্ষিণ ইজরায়েল এলাকায় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
সেই সঙ্গে সেখানকার বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার জন্য করা হয়েছে সতর্ক। আরও হামলা হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। রকেট হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজা উপত্যকা থেকে রকেট হামলার ঘটনায় নড়চড়ে বসেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। পরিস্থিতির পর্যালোচনা করতে শীর্ষ কর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন বলে কার্যালয় থেকে জানানো হয়েছে।
যদিও রকেট হামলার দায় স্বীকার করা হয়নি হামাসের তরফে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে গাজার বাসিন্দারা জানিয়েছে যে তারা দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের কাছে ইসরাইলের সাথে নিয়ন্ত্রণরেখা বরাবর সশস্ত্র সংঘর্ষের শব্দ শুনেছেন। সেই সঙ্গে সশস্ত্র প্যালেস্তাইন সেনার উল্লেখযোগ্য গতিবিধি দেখেছেন বলেও দাবি করেছে তারা।
উল্লেখ্য, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র আন্দোলনকারী দল হচ্ছে হামাস। স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের দাবিতে সংগ্রাম করে দলটি। ইসরাইলের সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধও করেছে তারা। হামাস ক্ষমতা নেওয়ার পর ২০০৭ সাল থেকে গাজায় অবরোধ আরোপ করেছে ইসরাইল। এর আগে, গত মে মাসে গাজায় ইসরাইলের বিমান হামলার ঘটনা ঘটেছিল।
সেই সময় বোমাবর্ষণে ৩৪ জন প্যালেস্তাইনি এবং একজন ইসরাইলির মৃত্যু হয়েছিল। জানা গেছে, চলতি বছরে এখনও পর্যন্ত হামলায় ২৪৭ জন প্যালেস্তাইনি এবং ৩২ জন ইসরাইলির মৃত্যু হয়েছে। হামলায় ২ জন বিদেশি নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে খবর।
A rocket fired from Gaza has struck a residential area in Israel. pic.twitter.com/mHODxDVCHu
— Joe Truzman (@JoeTruzman) October 7, 2023




