ফেঞ্চুগঞ্জ: ঘিলাছড়া পরগণা বাজারে ইসলামি ব্যাংকের গ্রাহক সমাবেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০:০৬ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঘিলাছড়া পরগণা বাজার এজেন্ট আউটলেটের গ্রাহক সমাবেশ আজ ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে৷
আক্তারুজ্জামানের পরিচালনায় ও এজেন্ট সত্ত্বাধিকারী ইয়াউমিন কাওছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণ সুরমা শাখা প্রধান সৈয়দ মোহাম্মদ নকীব হোসাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম মনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংক অফিসার উমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. রুকনোজ্জামান চৌধুরী, ঘিলাছড়া জামেয়া ইসলামীয়ার প্রিন্সিপাল মাওলানা আজিম উদ্দিন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার এজেন্টের ইনচার্জ মোহাম্মদ সাফাত রহমান প্রমুখ৷
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক এদেশের মানুষকে সুদের অভিশাপ থেকে মুক্তি দিতে প্রতিষ্ঠিত হয়েছে৷ সমাজের সকল শ্রেণির মানুষকে ইসলামী ব্যাংকিং ধারায় যুক্ত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংক চালু করেছে৷ এজেন্ট ব্যাংকের মাধ্যমে মানুষের দৈনন্দিন লেনদেনকে সহজতর করতে ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষুদ্র বিনিয়োগ ও অসহায় মহিলাদের মধ্যে আরডিএস প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে কাজ করছে৷