বাংলাদেশিসহ ৩২ অভিবাসী রোমানিয়ায় আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮:৪৮ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: রোমানিয়ার পুলিশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৩২ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। রোমানিয়া সীমান্ত পুলিশ ও ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর হাঙ্গেরি সীমান্তের নিকটবর্তী দেশটির আরাদ ইমিগ্রেশন সার্ভিসের সদস্যরা ভারত ও পাকিস্তানের ২০ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে ১২ জন ভারতের এবং ৮ জন পাকিস্তানের নাগরিক। আটককৃতদের সবাই ১৯ থেকে ৩৫ বছর বয়সী। তারা প্রতারণার মাধ্যমে রোমানিয়া থেকে শেঙেন সীমান্তে প্রবেশের চেষ্টা করেছিলেন।
অন্যদিকে নাদলাক বর্ডার পয়েন্ট থেকে একটি ভ্যানে লুকিয়ে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ১২ জন নাগরিককে আটক করা হয়। এসব অভিবাসীও অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন। আটকের পর তাদের সীমান্ত অঞ্চলের পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, তারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন। তবে তাদের চূড়ান্ত গন্তব্য ছিল পশ্চিম ইউরোপের কোনো একটি দেশে পৌঁছানো। সূত্র : ইনফোমাইগ্রেন্টস