প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নিউইয়র্কে আ.লীগের পথসভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮:০৭ অপরাহ্ন
প্রবাস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আগমন ঘিরে তাকে স্বাগত জানিয়ে পথসভা করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুর রহমান ও জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় নেতারা জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় এবার মহানগর আওয়ামী লীগ ম্যানহাটানের ম্যারিয়ট মার্কাস হোটেলের বলরুমে প্রধানমন্ত্রীর সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পথসভায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র অবস্থানকালীন সময়ের দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নবান্ন রেস্টুরেন্টে মিলিত হয়ে পরবর্তী কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।