রেডব্রিজ: বিক্ষোভের মুখে ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধে কাউন্সিলের বৈঠক স্থগিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২:২৯:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস: স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কাউন্সিলের বৈঠক আপাত স্থগিত করে আগামী বৃহস্পতিবার আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, রেডব্রিজ কাউন্সিল এই যুবকেন্দ্রটি বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর রাতে ইলফোর্ড টাউন হলে বৈঠকে বসেছিল। কিন্ত স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে রেডব্রিজ কাউন্সিল ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত থাকে এবং বৈঠক মুলতবী করে।
প্রতিবাদ সমাবেশে রেডব্রিজের স্থানীয় বাসিন্দা রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনসহ বক্তারা বলেন, আমরা কেন্দ্রটি রক্ষার জন্য লড়াই করব।
মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, তিনি যে কোনও মূল্যে বাসিন্দাদের সাথে থাকবেন, তিনি ভবিষ্যত প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য লড়াই করবেন। তিনি বলেন, এই যুব কেন্দ্রাটি থাকলে আমাদের শিশুদের সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে।
লন্ডনের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল বলেন, কেন্দ্রটি রক্ষার জন্য আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
এদিকে রেডব্রিজ কাউন্সিল তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭.টা১৫ মিনিটে ইলফোর্ড টাউন হলে অধিবেশনে বসবে বলে জানা গেছে।