রাজনগর: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০:০৮ অপরাহ্ন
সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০২৩ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজানগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়ছল আহমদ, সহ সভাপতি ফরজান আহমদ, রাজনগর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি নিবারণ ঘোষ ভজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে কুঞ্জলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিনয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বঙ্গমাতা গোল্ডকাপে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ একামধু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়।
প্রধান অতিথি নেছার আহমদ এমপি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।