চট্টগ্রাম: মাইজভাণ্ডারী খানকা শরীফে আখেরি চাহার সোম্বা পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৯:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর আয়োজন ও ব্যবস্থাপনায় পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ সেপ্টেম্বর নগরের খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে শুরু হয় খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.)।
পরে পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
রাসুল (সা.) আলোচনায় অংশ নেন আল–মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর প্রফেসর ড. ইব্রাহিম সালাহ আল–সাইয়েদ সোলেমান আল–হুদহুদ, আল–আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়া ফ্যাকাল্টির সাবেক ডিন ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদ, মিশরের সুফীজম ত্বরিকতের প্রধান ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার ড. মোহাম্মদ মাহমুদ আহমেদ হাশিম ও ইসলামিক গবেষণা একাডেমির বৈদেশিক শিক্ষার্থী প্রশাসনিক প্রধান মাহমুদ আহমেদ শাহাত আল–সাগির ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান মওলানা কাজী মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, শায়খুল হাদিস মওলানা সোলাইমান আনসারী।
উপস্থিত ছিলেন ছোবহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ হারুনুর রশীদ, আল–আমিন বারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ইসমাঈল নোমানী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা রফিক উদ্দীন ছিদ্দিকী প্রমুখ। গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’র ২১ জন নিয়মিত লেখককে সম্মাননা স্মারক ও উছুলে ছাবয়ার উত্তরীয় প্রদান করা হয়। এর মধ্যে ৭ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) কর্তৃক প্রকাশিত দারুল ইরফান রিসার্চ জার্নাল (আইএসএসএন–২৭১০–৩৫৯৫) এর ভলিয়ম–৩ (ইস্যু–১) এর মোড়ক উন্মোচন করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।