ভারতে জি২০-তে বিশেষ নেতৃবৃন্দের বিশেষ মূহুর্ত (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪:৩৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের এ যুগে কোনো অনুষ্ঠান বা ঘটনার সংবাদ যা আসে নিয়মমাফিক সংবাদমাধ্যমে, তার চেয়ে বেশি কিছুও প্রকাশ পায়। চৌকস ক্যামেরাম্যানের ডিজিটাল ক্যামেরায় তা রেকর্ড হয়ে যায়। কেউ তোলেন স্থিরচিত্র কেউ ভিডিও ক্যামেরায় ধরে রাখেন বিশেষ মূহুর্ত বিশেষ ব্যক্তিদের।
সদ্য সমাপ্ত জি২০ সম্মেলনের ভেন্যু ছিল নয়াদিল্লিতে শঙ্খের আদলে নির্মিত মেগাস্ট্রাকচার ভারত মণ্ডপম হলরুমে। এই কনভেনশন সেন্টারের প্রতিটি দেওয়ালে তুলে ধরা হয়েছে স্থাপত্য় শৈলী, যা ভারতীয় সংস্কৃতি ও শিল্পকলাকেই তুলে ধরেছে।
‘Big men don’t have ego’: Rishi Sunak hailed for kneeling down to talk to Sheikh Hasina — ‘বড় মানুষের অহংকার থাকে না’: শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য নতজানু হয়ে স্বাগত জানালেন ঋষি সুনাক। এই ছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি সংবাদের শিরোনাম। ঋষি সুনাকের চেয়ে প্রায় ত্রিশ বছরের বড় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কেন প্রগতি ময়দানের ভারত মন্ডপমকেই জি-২০ সম্মেলনের জন্য বেছে নেওয়া হল জানেন?
চলতি বছরের ২৬ জুলাই প্রগতি ময়দানের ভারত মন্ডপমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বমানের অত্যাধুনিক পরিকাঠামোয় তৈরি এই মঞ্চ দেশের গুরুত্বপূর্ণ বৈঠক, সম্মেলন ও প্রদর্শনীর জন্য়ই তৈরি করা হয়েছে।
ভারত মন্ডপম তৈরি করতে খরচ হয়েছে ২৭০০ কোটি টাকা। ১২৩ একর জমির উপরে তৈরি কেন্দ্র বর্তমানে দেশের বৃহত্তম সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র।
ভারত মন্ডপমে রয়েছে প্রদর্শনী হল, কনভেনশন সেন্টার, অ্যাম্ফিথিয়েটার, মিটিং রুম, বিশাল লাউঞ্জ।
নিচের ভিডিওতে রয়েছে বিশেষ নেতৃবৃন্দের হাসিখুশিভরা বিশেষ মূহুর্ত।




