আবার সিলেটে ভূমিকম্প আজ, মরক্কোতে মৃত্যু ৮ শতাধিক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ৬:২৬:১১ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ৪ দশমিক ৪ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের খাছাড় জেলা।
ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে অনেকেই আতংকিত হন। এ সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসা-প্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন।
এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।
এর দুই সপ্তাহ আগে গত ১৪ আগস্ট (সোমবার) রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা যায়। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৫ ছিল।
অর্থাৎ ২৪ দিনের ভিতর সিলেটে ৩ বার ভূমিকম্প হল।
ওদিকে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে আফ্রিকার দেশ মরক্কো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ঘটা এই দুর্যোগকে মরক্কোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করেছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্সের প্রধান নাসের জাবুর।
মরক্কোর ভূমিকম্পকে ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ৮ শতাধিক মানুষের মৃত্যু এবং ৩২৯ জন আহত হয়েছেন।