হবিগঞ্জে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৪
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬:১৩ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত ও আহত হয়েছে আরো চারজন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গায় দুর্ঘটনা্টি ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৩৫)। অন্যজন অজ্ঞাতপরিচয় এক নারী। তার বয়স আনুমানিক ৪২ বছর হবে পুলিশের ধারণা। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।