অনুমতি ছাড়া কল রেকর্ড জায়েজ না যে কারণে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১:৫৫:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: প্রশ্ন : কারও সঙ্গে মোবাইলে কথা বলার সময় তার অনুমতি ছাড়া কল রেকর্ড করা কি জায়েজ আছে?
উত্তর দিয়েছেন:
মুফতি ইমরানুল বারী সিরাজী, খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা
আব্দুস সামাদ মিসবাহ, পূর্ব জাফরাবাদ, চাঁদপুর
উত্তর : কারও সঙ্গে মোবাইলে কথা বলার সময় তার অনুমতি ছাড়া কল রেকর্ড করা জায়েজ নেই। কেননা প্রিয় নবি হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘কেউ কারও সঙ্গে কথা বললে সেটি আমানত।’ কল রেকর্ড করার কারণে মোবাইলের কথাগুলো অন্য কেউ শোনার অবকাশ ও প্রবল আশঙ্কা রয়েছে। এটা আমানতের খেয়ানত। ইসলামি শরিয়তে আমানতের খেয়ানত করা খুবই গর্হিত ও নিন্দনীয় অপরাধ। এ জন্য বিনা অনুমতিতে কল রেকর্ড করা জায়েজ নেই।
তথ্যসূত্র : তিরমিজি শরিফ, হাদিস নং-১৯৫৯, আবু দাউদ শরিফ হাদিস নং-৪৮৬৮, বুখারি শরিফ হাদিস নং-২৬৮২, কিতাবুন নাওয়াজিল, খণ্ড-১৭, পৃষ্ঠা-৮৫।