বাহুবলের মিরপুর বাজারের ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৬:১০:৩৬ অপরাহ্ন
বাহুবল প্রতিনিধি: বাহুবলে নিয়ম বহির্ভূত দোকান পরিচালনার অভিযোগে ৩ ব্যবসায়িকে অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মূল্য তালিকা বিহীন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করার অভিযোগে শাহ আলম নামের এক ব্যবসায়িকে ২ হাজার, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অভিযোগে রুমান আহমেদ নামের এক ব্যবসায়িকে ২ হাজার এবং ট্রেড লাইসেন্স ও অত্যাবশকীয় পণ্যের লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অভিযোগে কুতুব উদ্দিন নামের ওপর ব্যবসায়িকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ইউএনও মহুয়া শারমিন ফাতেমা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।