লন্ডনের হলবর্ন চেম্বারের ব্যারিস্টার মাসুদ চৌধুরীর সম্মানে সিলেটে মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ১০:৪৯:৫০ অপরাহ্ন
লন্ডনের হলবর্ন চেম্বার-এর বিশিষ্ট ব্যারিস্টার এবং এমএসি (ম্যাক) সলিসিটর্স-এর প্র্যাকটিসিং সলিসিটর ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরীর সম্মানে ২২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর উত্তর জেলরোডস্থ হোটেল ডালাস-এর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো (বিএইচআরবি) সিলেট বিভাগীয় চাপ্টার আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট বিভাগীয় চাপ্টারের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক-লেখক ও প্রবাসী বিষয়ক গবেষক মুহাম্মদ ফয়জুর রাহমান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলেজ হারবার স্কুল এন্ড কলেজ, সিলেট-এর প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, পান্ডুলিপি প্রকাশন সিলেট-এর স্বত্বাধিকারী, লেখক-প্রকাশক, বায়েজিদ মাহমুদ ফয়সাল, যুব সংগঠক কয়েছ আহমেদ সাগর, সমাজসেবী সামছুল আ়লম এনাম এবং চৌধুরী সামিউর রহমান সায়েম প্রমুুখ।
মতবিনিময় সভায় প্রবাসীদের নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব সমস্যার আশু সমাধানের জোর দাবি জানানো হয়।