যুক্তরাষ্ট্রের মিশিগানে বিএনপির নতুন কমিটি গঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৬:২৯:০৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেটে বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার মিশিগান স্টেটের হ্যামট্রাম্যাক সিটির আমিন রিয়েলিটি অফিসে বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি নতুন কমিটির ঘোষণা দেন। পাঁচ সদস্যের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি পদে দেওয়ান আকমল চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সেলিম আহমদ নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ নুরুল হক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন লিলু ও সাংগঠনিক সম্পাদক পদে মঞ্জুরুল করিম তুহিন নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভেদাভেদ ভুলে সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এসময় বক্তব্য রাখেন
বিএনপি নেতা দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী এডভোকেট জেবুন্নাহার, নির্বাচন কমিশনের সদস্য ফখরুল ইসলাম লয়েছ, খন্দকার ইউসুফ কামাল, হাজী নিজাম উদ্দিন আহমদ, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল ও তারেক আহমদ চৌধুরী সহ আরো অনেকে।




