গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের জাতীয় শোক দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ১১:৪৯:৩৪ অপরাহ্ন
ফয়ছল মনসুর: শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের পক্ষ থেকে গতকাল এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর বাংলাদেশ ইউনিটের ইউনিটের সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ এম বদরোদ্দোজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মহিব উদ্দিন ও সহ সভাপতি মোহাম্মদ শামস্ উল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল, কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর অরুপ রতন চৌধুরী, আব্দুল মোনায়েম নেহরু, ও এনামুল হক চৌধুরী জালাল, প্রফেসার ডা.মামুন আল মাহতাব সপ্নীল, কোষাধ্যক্ষ জিসনু রায় চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো:শামিম আলম কোরেশী, বদরুল ইসলাম সুয়েব, মো:এ বি সিদ্দিক, মো: মুক্তাদীর ইবনে সালাম, ড.সৈয়দ শাহ এমরান সহ দেশে বিদেশে বসবাসকারী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভার একমাত্র এজান্ডা শোক দিবসের আলোচনায় সকলে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ ও সপরিবারে ঘাতকদের হাতে শহীদ সকল শহীদানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।