ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নতুন ওসির মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ৯:৫৩:৫০ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। ১৪ আগষ্ট সন্ধায় ফেঞ্চুগঞ্জ থানা ভবনে এই আয়োজন করা হয়।
মতবিনিময়কালে গাজী আতাউর রহমান সাংবাদিকদের কাছে ফেঞ্চুগঞ্জের রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন বিষয়ে অবগত হন। তিনি বলেন, জাতির বিবেক, সমাজের দর্পণ সাংবাদিকের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে কাজ করা দুরুহ ব্যাপার। ফেঞ্চুগঞ্জের আইনশৃংখলাসহ সার্বিক বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি তাজুল ইসলাম বাবুল, দৈনিক সমকাল প্রতিনিধি মামুনুর রশীদ, এনটিভি (ইউরোপ) প্রতিনিধি দেলোয়ার হোসেন পাপ্পু, ফেঞ্চুগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক বদরুল আমীন, দৈনিক মানবজমিন প্রতিনিধি হাসান চৌধুরী, নাসা প্রতিনিধি আব্দুর রহমান বাবুল, যুগান্তর প্রতিনিধি রুমেল আহসান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সামী হায়দার, মোস্তাফিজুর রহমান কিনেল, ফেঞ্চুগঞ্জ সমাচারের জুলহাস আহমেদ।



