কৃষিকাজ করে ছেলেকে ডাক্তার বানালেন, সে হল জঙ্গি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৫:৩০:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ‘ওরে ডাক্তার বানাইতে কত কষ্ট করছি, ও হইল জঙ্গি! আমি কৃষিকাজ করে পরিবার নিয়ে কোনোরকমে চলি। ছেলের মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার পর পুরো গাঁয়ের মানুষ গর্ব করে বলত– গোবরে যেন পদ্ম ফুটেছে। ও আমার সম্মানহানি করছে।’ গতকাল রোববার সকালে এভাবেই বলছিলেন মৌলভীবাজারের কুলাউড়ায় ‘অপারেশন হিলসাইড’ অভিযানের সময় পালানো জঙ্গি ডা. সোহেল তানজিম রানার বাবা হেলাল উদ্দিন।
সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের হেলাল আরও বলেন, ‘আমার ছেলে ও ছেলের বউ যদি অপরাধী হয়ে থাকে, দেশের প্রচলিত আইনে অবশ্যই তাদের বিচার হোক। পড়াশোনার সুবাদে প্রায় সাত বছর থেকে ছেলে বাড়ির বাইরে। নিজের পছন্দে বিয়ে করায় তার সঙ্গে আমাদের সম্পর্কেরও অবনতি হয়েছিল।’
কুলাউড়ার জঙ্গিবিরোধী অভিযানে স্ত্রীসহ অন্যরা ধরা পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যান সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চিকিৎসক তানজিম রানা। দু’বছর আগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল। উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
আট মাস আগে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে চাকরিতে যোগ দেন তানজিম। হাসপাতালের পাশেই একটি বাসায় স্বামী-স্ত্রী বাস করতেন।




