লাগাতার কঠিন আন্দোলন কবে থেকে বিএনপির জানালেন নেতারা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ১০:০০:৫১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে কঠিন আন্দোলনের নতুন চমক। ওই আন্দোলনে ধাপে ধাপে অনেক দল বিএনপির সঙ্গে মাঠে নামবে। এমনকি সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলা কয়েকটি দলও শেষ পর্বের আন্দোলনে হঠাৎ যুক্ত হতে পারে। এমন দাবি বিএনপির দায়িত্বশীল সূত্রের।
এদিকে শুক্র অথবা শনিবার এবং চলতি মাসের শেষদিকে আরও দুটি কর্মসূচি দেওয়া নিয়ে আলোচনা চলছে। ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে গণঅবস্থান, গণমিছিল, মানবপ্রাচীর, সমাবেশ, রোডমার্চ ও আদালতের সামনে অবস্থানের মতো কর্মসূচি দেওয়া হতে পারে। চলতি সপ্তাহে এ নিয়ে আবারও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
মূলত সেপ্টেম্বরকে আন্দোলনের চূড়ান্ত ধাপ হিসাবে ধরে পুরো পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। তফশিল ঘোষণার আগেই সরকারের পতন নিশ্চিত করতে লাগাতার কর্মসূচিতে যাবে দলটি। এজন্য যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের নেতাদেরও যার যার অবস্থান থেকে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সূত্রমতে, এ মাসের শুরু থেকে সমমনা দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করে বিএনপি। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সভা করে দলটির হাইকমান্ড। নানা কারণে ভেবেচিন্তে আগস্টে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তাই এ মাসে কিছু সাংগঠনিক কাজ হাতে নিয়েছে বিএনপি। অঙ্গ-সহযোগী সংগঠনসহ দলটির সাংগঠনিক জেলায় ‘দুর্বলতা’ থাকলে তা দূর করতে যা যা প্রয়োজন তা নিয়ে কাজ করছে। কর্মসূচি সফলে শতভাগ নেতাকর্মীকে মাঠে নামানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে কর্মসূচি পালনে কোনো ধরনের দুর্বলতা বা সমন্বয়হীনতা না থাকে সেজন্য সাম্প্রতিক সময়ের কর্মসূচি পর্যালোচনা করে পরবর্তী আন্দোলনের ছক আঁকা হচ্ছে।
নেতারা জানান, শেষ ভাল যার, সব ভাল তার। অর্থাৎ যেভাবে আন্দোলন করা হোক না কেন, তা যদি আখেরে কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে না পারে তাহলে দল ও দেশের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনবে।



