ফেঞ্চুগঞ্জ: শাহজালাল এনজিএফএফ স্কুল কলেজে উন্নীত, একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৯:৩৭:৪৫ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বনামধন্য শাহজালাল এনজিএফএফ স্কুলটি কলেজে উন্নীতকরনের অনুমোদন পেয়েছে।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এনজিএফএফ স্কুলটি এখন ‘শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজ’-এর রূপান্তরিত হল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট থেকে ৬ আগস্ট প্রেরীত কলেজ পরিদর্শক ড. সৈয়দ মুয়াজ্জম হুসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি অধ্যক্ষ প্রণব কুমার সাহা-র হাতে এসে পৌঁছেছে।
অনুমোদন পাওয়ার পর যথারীতি ‘শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজ’-এ একাদশ শ্রেণিতে ভর্তির জন্যে অধ্যক্ষ প্রণব কুমার সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যথারীতি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিটি নিম্নরূপ—

দ্বাদশ ক্লাসে ভর্তি প্রসঙ্গে অধ্যক্ষ প্রণব কুমার সাহা অনুপমনিউজকে বলেন নিয়ম অনুযায়ী আগামী বছর শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে।



